Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনমনে শঙ্কা থাকলেও নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: রিজভী


১৫ জানুয়ারি ২০১৮ ১৩:৫০

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশন (ডিএনসিসি ) উপ‌-নির্বাচন আদৌ হ‌বে কিনা, সে ব্যাপারে জনম‌নে শঙ্কা-স‌ন্দেহ র‌য়ে‌ছে জেনেও বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন মানে ভোটারদের ভোটের অধিকারহরণ করা। তারপরও সংকুচিত গণতন্ত্র‌কে সম্প্রসারণ কর‌তে আমরা যতটুকু সু‌যোগ পা‌চ্ছি আন্দোল‌নের অংশ হি‌সে‌বে স্থানীয় পর্যা‌য়ের সকল নির্বাচ‌নে অংশ নি‌চ্ছি।’

জনগণের ভোটারাধিকার নিশ্চিত কর‌তে ঢাকা উত্তর সিটি কর‌পো‌রেশন উপ-নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর‌পোরেশন নির্বাচন আমরা দেখেছি। যেখা‌নে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যেমনভা‌বে ২০১৪ সা‌লে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দানবীয় কায়দায় ভোটাধিকার হরণ করা হয়েছিল। আজও যা দুঃস্বপ্ন হয়ে আছে।’

রুহুল কবির রিজভী ব‌লেন, ‘শেখ হাসিনার আমলে গণতন্ত্রের কোনো স্পেস নেই। এই স্বৈরাচারী সরকার লোক দেখানোর জন্য মা‌ঝে মা‌ঝে নির্বাচন নামক শিরোনাম ব্যবহার করে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন,  আমিনুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর