Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. কামালকে তথ্যমন্ত্রীর ধন্যবাদ


১৩ জানুয়ারি ২০১৯ ১২:৩৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াতকে নিয়ে নির্বাচন করায় ভুল হয়েছে বলে ড. কামাল স্বীকার করেছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই। ড. কামালের এই ভুল স্বীকার প্রমাণ করে তিনি পদে পদে ভুল করছেন। আশা করি ভবিষ্যতে তিনি এই ভুল আর করবেন না।

সচিবালয়ে তথ্যমন্ত্রণালয়ের আওতাধীন ১৪টি সংস্থার প্রধানদের সঙ্গে এক সমন্বয় সভার শুরুতে রোববার (১৩ জানুয়ারি) তিনি এ কথা মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, এ সময় একটি পক্ষ দেশকে পেছন থেকে টেনে ধরছে; যাতে দেশ সামনের দিকে এগুতে না পারে।’

ঐক্যফ্রন্টের এমপিরা সংসদে আসুক এমন আশা করে হাছান মাহমুদ বলেন, ‘ড. কামালের প্রতি আমাদের আহ্বান আপনার সংসদ সদস্যদের শপথ নিতে বলুন। গণতন্ত্রের বিকাশে যাতে তারা সংসদে আসেন। যে ভোটাররা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেছেন তাদের সম্মান দিতে শিখুন।’

সম্প্রচার আইনি বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘সম্প্রচার আইন অনেকদূর এগিয়েছে। গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কোনো বিষয়ে সাংবাদিকদের যাতে আতঙ্কে থাকতে না হয় আমরা সেই ভূমিকা রাখব।’

তিনি বলেন, ‘প্রকৃত সমালোচনা দেশকে সঠিকপথে নিয়ে যায়। সমালোচনাকে সমাদৃত করার চর্চাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন। তিনি দেশবাসীকে যে কোনো বিষয়ে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন। দেশকে সোনার বাংলা গড়ার জন্য আমাদের স্বপ্ন আছে। স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এখন গ্রামের রাস্তায়ও বাতি জ্বলে, অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে বাতি জ্বলে। শেখ হাসিনার কারণে গ্রাম আজ বদলে শহরে রূপান্তর হয়েছে।’

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে আমার দেশের কাপড় বিদেশে রফতানি হচ্ছে। একটা সময় ছিল বিদেশ থেকে কাপড় এনে আমাদের সেলাই করে পরতে হতো। হাতিরঝিলে কোনো বিদেশি গেলে মনে হবে এটি প্যারিস। বাংলাদেশে কোনো কুঁড়েঘর নেই, এই কুঁড়েঘর এখন কবিতায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ নিউক্লিয়াস ও স্যাটেলাইন ক্লাবের গর্বিত সদস্য। শেখ হাসিনার অভূতপূর্ব নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশ এখন উন্নয়নশীল দেশের অভিযাত্রায়।’

সারাবাংলা/এইচএ/একে

ড. কামাল ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর