Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে নারী শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগ


১৩ জানুয়ারি ২০১৯ ১৮:৫৬

।। জবি করেসপন্ডেন্ট ।।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী। ওই শিক্ষার্থী নিজেও ছাত্রলীগের সদস্য।

রোববার (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগপত্রও দিয়েছেন ওই নারী শিক্ষার্থী। নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী উল্লেখ করে অভিযোগপত্রে তিনি বলেন, ‘গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সংঘর্ষের সময় এবং এর পরে শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের কর্মী ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের ১৩তম ব্যাচের শাহারুল ইসলাম, সমাজবিজ্ঞান ১৩তম ব্যাচের আবু সাঈদ, পদার্থবিজ্ঞান ১৩তম ব্যাচের ডেবিট এবং শিক্ষা ও গবেষণা ইনষ্টিটিউটের ১৩তম ব্যাচের রাজওয়ান ইসলাম সীমান্ত তাকে কয়েকবার শারীরীক ভাবে নির্যাতন করার চেষ্টা করেন।’

এছাড়া ক্যাম্পাসের ক্যান্টিনের সামনে অশ্লীল ভাষায় গালি গালাজ, হুমকি-ধামকি দেন এবং ক্লাসে যাওয়ার সময় কাঁঠাল তলায় তাকে শারীরিক ভাবে নির্যাতনের চেষ্টা করেন। নিজেকে অসহায় দাবী করে ওই নারী শিক্ষার্থী এই নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন।

ওই নারী শিক্ষার্থী এই প্রতিবেদককে বলেন, ‘আমি ছাত্রলীগ করতেই পারি, কিন্তু সবার প্রথমে আমি বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী হিসেবে এর বিচার দাবি করছি।’

জবি প্রক্টর অধ্যাপক ড. নুর মোহাম্মাদ বলেন, ‘আমরা একটি মেয়ের এমন অভিযোগ পেয়েছি। কিন্তু অফিস সময় শেষ হওয়ায় দেখতে পারিনি। কাল দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, ‘অপরাধ যেই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে অভিযোগ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘এই অভিযোগ আমি পাইনি। অভিযোগটি কাল দেখে আমাদের তদন্ত শেষে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।’

সারাবাংলা/জেআর/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর