Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ


১৩ জানুয়ারি ২০১৯ ১৮:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশায় জব্দ করা হয়েছে।

রোববার (১৩ জানুয়ারি) সকালে টেকনাফের সাবরাং আলীর ডেইল এলাকায় এ অভিযান চালায় বিজিবি।

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, সিএনজি অটোরিকশায় করে ইয়াবা পাচারের খবরে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় ইয়াবা পাচারকারী কাউকে আটক করা যায়নি।

সিএনজি অটোরিকশাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে এবং জব্দ হওয়া ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ইয়াবা কক্সবাজার টেকনাফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর