Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার


১৪ জানুয়ারি ২০১৯ ০৫:০৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজশাহী: রাজশাহীতে এক হাজার পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম রফিক (৪২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে মহানগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব এ তথ্য নিশ্চিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিঅ্যান্ডবি মোড়ের ১০তলা ভবন এলাকায় মোল্লাপাড় ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় সেখানকার জনতা ব্যাংক ভবনের নিচ থেকে রফিককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫টি প্যাকেটে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় নিজের সম্পৃক্ততার দায় স্বীকার করেছে সে। তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রফিক মহানগরীর শ্রীরাম পূর্বপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রোববার দুপুরের দিকে গ্রেফতারকৃতকে আদালতে নেয়া হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর