Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় মায়ের গাড়িসহ গ্রেফতার এমপিপুত্র রুমন


১৪ জানুয়ারি ২০১৯ ০৫:৩৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাতক্ষীরা: মোটরযান আইনে গ্রেফতার হলেন দশম সংসদে সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে রাশেদ সরোয়ার রুমন।

রোববার (১৩ জানুয়ারি) সকালে শহরের বেনেরপোতায় মাছের ঘের এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় সংসদ সদস্য রিফাত আমিনের স্টিকারযুক্ত গাড়ি নিয়ে ঘুরছিলেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অসি) মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘মোটরযান আইনে দায়ের হওয়া একটি মামলায় পলাতক ছিলেন রুমন। আজ তাকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সাতক্ষীরার নবাদকাটির একটি বাগানবাড়ি থেকে মদ্যপ অবস্থায় আটক করা হয় রুমনকে। সে সময় তার সঙ্গে ছিল আরও পাঁচ মাদকাসক্ত যুবক। পরে রিফাত আমিনের সুপারিশে রুমন ও তার সহযোগীদের ছেড়ে দেওয়া হয় বলে জানায় গোয়েন্দা পুলিশ।

এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন রুমন। ২০১৬ সালে দুটি চাঁদাবাজির মামলায় রুমনকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডেও নিয়েছিল।

সারাবাংলা/এজেড/আরএ

রাশেদ সরোয়ার রুমন রিফাত আমিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর