Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ২৬ হাজার ইয়াবাসহ আটক ২


১৪ জানুয়ারি ২০১৯ ১১:৫২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১২:৪৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে থেকে ২৬ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২।

সোমবার (১৪ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-২ এর এএসপি শহিদুর রহমান শহিদ।

তিনি বলেন, গোপন সংবাদ ছিল ইয়াবার একটি বড় চালান আজ সকালে বেশ কয়েকজনের হাতে হস্তান্তর করা হবে। সেই সংবাদের ভিত্তিতে টাউনহল এলাকায় ভোর থেকে সিভিলে নজরদারি করা হয়। এক পর্যায়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। প্রাথমিক ভাবে তাদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/ইউজে/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর