অঢেল অবৈধ সম্পদ, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা বরখাস্ত
১৪ জানুয়ারি ২০১৯ ১৩:০৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৩:২১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় সোমবার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্তের সুপারিশ করা হয়।
এর আগে, গত ১০ জানুয়ারি দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক শামছুল আলম।
দুদকের অভিযোগ থেকে জানা যায়, আফজাল দম্পতির নামে রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে তিনটি পাঁচতলা বাড়ি রয়েছে। বাড়ি নম্বর ৪৭, ৬২ ও ৬৬। ১৬ নম্বর রোডে রয়েছে পাঁচতলা আরেকটি বাড়ি, বাড়ি নম্বর ১৬। উত্তরার ১১ নম্বর রোডে রয়েছে ৪৯ নম্বর প্লট।
এছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ও ফরিদপুরের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের অঢেল সম্পদ। অস্ট্রেলিয়াতেও রয়েছে তাদের বাড়ি। দুদক সেই বাড়ির সন্ধানও পেয়েছে বলে জানা গেছে।
দুদক সূত্র জানায়, ওই কর্মকর্তার বরখাস্তের বিষয়টি স্বাস্থ্য অধিদফতর বা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হবে। তারা জানতে পেরেছেন ‘অসৎ’ ওই কর্মকর্তাকে মন্ত্রণালয় থেকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে।
সারাবাংলা/ইএইচটি/এমও