Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক আনিছুরকে দুদকে জিজ্ঞাসাবাদ


১৪ জানুয়ারি ২০১৯ ১৩:২৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৩:৪৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সিন্ডিকেট করে ভুয়া টেন্ডারের মাধ্যমে শত কোটি টাকার অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচারের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দুদকের উপ-পরিচালক সামছুল আলম। সারাবাংলা’কে দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৯ জানুয়ারি দুদকের এক তলবি নোটিশে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. কাজী জাহাঙ্গীর হোসেনসহ তিন কর্মকর্তাকে ১৪ জানুয়ারি দুদকে হাজির থাকতে বলা হয়। তলবকৃত বাকি দুই কর্মকর্তা হলেন- স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এবং লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. আব্দুর রশীদ, সহকারী পরিচালক (বাজেট) ডা. আনিছুর রহমান। এর মধ্যে সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান দুদকে হাজির হয়েছেন। বাকি দুই কর্মকর্তা সময় চেয়েছেন।

অঢেল অবৈধ সম্পদ, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা বরখাস্ত

দুদকের অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, অভিযুক্তরা স্বাস্থ্য অধিদফতরে সিন্ডিকেট করে সীমাহীন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে অর্থপাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে ওএমএস সেবা
২১ জানুয়ারি ২০২৫ ১৪:১৬

আরো

সম্পর্কিত খবর