ওয়ার্ড কমিশনারের গুলিতে হাসপাতালে বাস মালিক
১ ডিসেম্বর ২০১৭ ১৬:০৯
দারুস সালাম থানার বৈদারটেকে ১০ নং ওয়ার্ডের কমিশনার আবু তাহেরের গুলিতে শাহজাহান নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শাহজাহান শ্যামলী ট্রমা সেন্টার হাসপাতালে ৪১১ নম্বর কক্ষে চিকিৎসাধীন। তার ডান উরুতে তিন রাউন্ড গুলি লেগেছে।
এ ঘটনায় শাহজাহানের ছোট ভাই শামীম বাদী হয়ে দারুস সালাম থানায় মামলা করেছেন।
শামীম সারাবাংলাকে বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাহের তার বাসার সামনে গুলি করেন। ওই সময় আমার ভাই কমিশনার তাহেরের বাসার সামনের ফাঁকা জায়গায় গাড়ি রাখতে গিয়েছিলেন। আমার ভাই ভূঁইয়া পরিবহনের মালিকদের একজন। ওই জায়গায় তার মতো আরও অনেকে গাড়ি রাখেন।
শামীম বলেন, শুক্রবার দুপুরে কমিশনার তাহেরকে আসামি করে মামলা করেছি। কমিশনারের সঙ্গে আমার ভাইয়ের কোনো দেনাপাওনা বা শত্রুতা ছিল না।
জানতে চাইলে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান বলেন, অস্ত্র আইনে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইউজে/একে