রাজবাড়ীতে রেলওয়ের জমি দখলের অভিযোগ
১৪ জানুয়ারি ২০১৯ ১৫:৫৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রাজবাড়ী: জেলা শহরের ভবানীপুর রেল কলোনি এলাকায় জোরপূর্বক রেলওয়ের জমি দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ করেছে স্থানীয়রা। কর্তৃপক্ষের নিষেধ সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী মহলের প্রভাবে বসতবাড়ি নির্মাণের ঘটনায় রাজবাড়ী জেলা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) সরেজমিনে দেখা যায় স্থানীয় রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকোশলীর কার্যালয়ের পাশেই প্রায় তিন শতাংশ জমিতে একটি ঘর নির্মাণের কাজ অর্ধসম্পন্ন অবস্থাতে দেখা যায় যেখানে শ্রমিকেরা কাজ করছে।
জোরপূর্বক ঘর নির্মাণে স্থানীয়রা ক্ষোভ জানিয়ে বলে, দেলোয়ার হাজী নামে এক ব্যবসায়ী হাজী বাড়ি বায়তুল ফালাহ জামে মসজিদের ইমামের থাকার জন্যে ঘরটি নির্মাণ করে দিচ্ছে।
ক্ষোভ জানিয়ে নাম প্রকাশ না করার সূত্রে স্থানীয় কয়েকজন সারাবাংলাকে বলেন, ‘নিজেদের অনেক জায়গা ও ঘর থাকা সত্ত্বেও মসজিদের ইমামের থাকার জন্যে রেলওয়ের জায়গা দখল করে ঘর তুলে দিচ্ছে যা পরবর্তীতে আসলে গোডাউন হিসেবে ব্যবহার করা হতে পারে।’
এদিকে জায়গাটি লিজের কাগজপত্র পরবর্তীতে করে নেওয়ার দাবি করে মসজিদের ইমাম এজাজ আহমেদ বলেন, ‘রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডাব্লিউআই) আবু বক্কর সিদ্দিকের মৌখিক অনুমতির পরিপ্রেক্ষিতে ঘরটি নির্মাণ করা হচ্ছে।’
তবে অন্যায়ভাবে এ বাড়ি নির্মাণ করা হচ্ছে জানিয়ে জেলা রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের ফিল্ড কানুনগো সাজ্জাদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মৌখিকভাবে এই নির্মাণ কাজ বন্ধ করার জন্যে মৌখিকভাবে দুইবার নিষেধ করা হলেও তারা নিষেধ অমান্য করে এই কাজ চালিয়ে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে আজ দুপুরে ভূ-সম্পত্তি বিভাগের আমিন মো. শহিদুজ্জামান বাদী হয়ে রাজবাড়ী থানায় বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম এজাজ আহমেদকে আসামি করে এজাহার দায়ের করা হয়।’
এ বিষয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী(পিডাব্লিউআই) আবু বক্কর সিদ্দিকের সঙ্গে কথা বলতে চাইলে তাকে কার্যালয়ে পাওয়া যায়নি ও মোবাইলে সংযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেনি।
সংশ্লিষ্ট অফিসের কর্মচারী পরিমল অধিকারী বলেন, ‘বারবার নিষেধ সত্ত্বেও এই ঘর নির্মাণ করা হচ্ছে যার কোনো অনুমতি কার্যালয় থেকে দেওয়া হয়নি।’
সারাবাংলা/এসবি/একে