শিক্ষক ও গ্রাম পুলিশের নেতৃত্বে জুয়ার আসর, আটক ১৯
১৪ জানুয়ারি ২০১৯ ১৬:০৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জানুয়ারি) ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী মধ্য-কাশিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রশিদুল ইসলাম ও গ্রাম পুলিশের সদস্য জাবেদ আলী জুয়ার আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার মৃত হাগুরা মামুদের ছেলে আমির উদ্দিনের বাড়িতে পুলিশ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রশিদুল ইসলাম (৩৭)। তার বাড়ি মধ্য কাশিপুর গ্রামে। রশিদুলের বাবার নাম মনসুর আলী। এছাড়া একই গ্রামের মৃত ছাবের আলীর ছেলে গ্রাম পুলিশের সদস্য জাবেদ আলী (৫০), ধর্মপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম (৪৯), একই গ্রামের সামাদ আলীর ছেলে রুহুল আমিন (৩২), উত্তর কাশিপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম (৪২), একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আবু তালেব (৩৭), অনন্তপুর গ্রামের মৃত জব্বারের ছেলে হাবিবুর রহমান (৪২), মৃত অছিমুদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৭), আজগার আলীর ছেলে ফরিদুল হক দুলু (৫১), মৃত মনসুর আলীর ছেলে আবুল হোসেন (৫৮), মৃত ভদং শেখের ছেলে লুৎফর রহমান (৪৭), মৃত এনছান আলীর ছেলে বাবুল মিয়া (৪০), মধ্য কাশিপুর গ্রামের মৃত বাছেদ আলীর ছেলে হায়দার আলী (৩৭), একই গ্রামের মৃত ছাদের আলীর ছেলে গ্রাম পুলিশের সদস্য আবদুর রহমান (৫৪), মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৩৬), মৃত রোস্তম আলীর ছেলে একরামুল হক (২৯), আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম (২২), আজগার আলীর ছেলে আব্দুল বারেক (৩৪) ও নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানার শুকুরটারী গ্রামের সাইফুর রহমানের ছেলে আবু বকর সিদ্দিক (২২)।
এই প্রসঙ্গে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এটি