Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের সাফল্যে ১৯ জানুয়ারি বিজয় সমাবেশ করবে আ. লীগ


১৪ জানুয়ারি ২০১৯ ১৮:৩০

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিজয় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আগামী ১৯ জানুয়ারি এ সমাবেশ করতে চায় দলটি। এ সংক্রান্ত প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, যদি দলকে সুসংহত করা যায় তাহলে আওয়ামী লীগ আর কখনও হারবে না।

সোমবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ১৯ জানুয়ারির বিজয় সমাবেশ সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশ সফলের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা ১৯ তারিখ একটা বিজয় সমাবেশ করতে যাচ্ছি। এ বিজয় অর্জিত হয়েছে অনেক আন্দোলন সংগ্রামের পর। এ বিজয়ের রূপকার আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা এতোটা ঐক্যবদ্ধ ছিলাম যে মহাবিজয় অর্জন করেছি। এ বিজয়কে সংহত করতে চাইলে আগে দলকে গোছাতে হবে। আমি জানি এ সমস্যা মহানগরেও আছে, সারাদেশেও আছে। এ দুর্বলতা এড়াতে পারলে ‘আওয়ামী লীগ আর কখনও হারবে না’।

হাইকোর্টের নির্দেশে স্থগিত থাকা ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচন শিগগিরি অনুষ্ঠিত হবে বলে আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে জানান আবুল হাসনাত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত অপশক্তিকে প্লাবনের মতো ভাসিয়ে দিয়ে যে বিজয়, তা সম্ভব হয়েছে আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে। আমি একটা কথাই বলতে চাই এ ঢাকা নগরী যেন শেখ হাসিনার নগরীতে পরিণত হয়। এলক্ষ্যে ঢাকা মহানগরে সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সচেতন হয়ে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ের সাঈদ খোকন তার বক্তব্যে বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগের এটি সবচেয়ে বড় বিজয় (একাদশ জাতীয় নির্বাচন)। সকলকে সঙ্গে নিয়ে আমরা একটি বিশাল বিজয় সমাবেশ করতে চাই। শুধু সোহরাওয়ার্দী নয় পুরো ঢাকা শহর যেন জনসমুদ্রে পরিণত হয় সেটি আমরা দেখবো। আবারও প্রমাণ করবো ঢাকা শহর আমাদের নেত্রীর ছিলো, এখনও আছে এবং থাকবে।

এ সময় সমাবেশ সফল করতে ঢাকা সিটি করপোরেশন থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী (এমপি), ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর সবুরসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

১৯ জানুয়ারি আ.লীগ বিজয় সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর