Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মকর্তার ‘অসৌজন্যমূলক’ আচরণ, ঢাকা কাস্টম হাউজ ঘেরাও


১৪ জানুয়ারি ২০১৯ ২০:৫২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ২১:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ঢাকা কাস্টমস হাউজের ভবন ঘেরাও করে রেখেছেন ঢাকা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশিনের সদস্যরা।

ঘেরাও এর বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশনের বন্দর সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন।

তিনি অভিযোগ করে বলেন, দুপুর ২টার দিকে বারি এন্টারপ্রাইজ নামে একটি কাস্টমস এজেন্ট প্রতিষ্ঠানের মালিক আনিসুর রহমান ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মাহবুবের কক্ষে যান। সেখানে এই কাস্টম কর্মকর্তা পণ্যের ভ্যালুয়েশন কম হয়েছে অভিযোগ করে আনিসুর রহমানকে মারধর করেন। এরপর বিকেল ৪টা থেকে সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর্মকর্তারা পুরো কাস্টমস হাউজ অবরুদ্ধ করে রাখেন।

বিজ্ঞাপন

কাস্টমস হাউজের ওই কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের কারণে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার ও এজেন্টদের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন আলমগীর হোসেন। এই আলোচনা ফলপ্রসু না হলে তারা অবস্থানে অনড় থাকবেন বলেও জানান অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তা।

ঢাকা কাস্টম হাউজের কমিশনার আব্দুল মান্নান শিকদার অবরুদ্ধ থাকার বিষয়টি স্বীকার করলেও বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

সারাবাংলা/এসজে/এসএমএন

ঘেরাও ঢাকা কাস্টমস হাউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর