নওগাঁয় তৈরি হচ্ছে প্রথম আন্ডারপাস
১৪ জানুয়ারি ২০১৯ ২২:২২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নওগাঁ : নওগাঁ শহরে তৈরি হচ্ছে প্রথম আন্ডারপাস। শহরের ব্রীজের মোড় স্বাধীনতা ভাস্কর্য সংলগ্ন ঔষধপট্টি-সুপারীপট্টি সংযুক্ত এই আন্ডারপাসটি নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এই আন্ডারপাস নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মাহিন।
সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন বলেন, ‘আমার বাবা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. আব্দুল জলিল নওগাঁর জন্য অনেক কাজ করে গেছেন। দীর্ঘদিন নওগাঁসহ দেশের মানুষের সেবা করেছেন। বাবার মত আমিও দীর্ঘদিন মানুষের সেবা করে যেতে চাই।’
এজন্য সবার দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন তিনি।
সড়ক ও জনপথ বিভাগ ৭০ লাখ টাকা ব্যয়ে আন্ডারপাসটি নির্মাণের উদ্যোগ নিয়েছে।
সারাবাংলা/এসএমএন