Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেটর বদলে খরচ কমে ৫৮ টাকা


১৫ জানুয়ারি ২০১৯ ০১:০৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০১:১৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলে খরচ কমেছে গ্রাহকের। মাত্র ৫৮ টাকায় এখন অপারেটর পরিবর্তন করা যাবে। রোববার (১৩ জানুয়ারি) এনবিআর এ সংক্রান্ত একটি প্রঙ্গাপন জারি করেছে।

পূর্বে অপারেটর বদলে ১৫৮টাকা খরচ হতো। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অপারেটর বদলের ক্ষেত্রে সিমের ওপর থাকা ১০০ টাকার সম্পূরক শুল্ক অব্যাহতি দেয়ায় এই খরচ কমেছে।

এনবিআরের প্রঙ্গাপনে অনুসারে, কেবলমাত্র এমএনপি সেবা গ্রহণের ক্ষেত্রে, বর্তমান সিমকার্ডের পরিবর্তে নতুন অপারেটরের সিমকার্ড গ্রহণের ক্ষেত্রে, প্রতিটি সিমকার্ডের উপর আরোপিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে।

এক্ষেত্রে শর্ত উল্লেখ করে বলা হয়েছে, মোবাইল অপারেটর ও এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান প্রতি মাসের প্রথম সপ্তাহে কতগুলো নম্বর অপারেটর বদল করেছে, নম্বরের স্থিতি কত দাঁড়াল সে হিসাব বিটিআরসির কাছে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

গত ১ অক্টোবর মোবাইল নম্বর পোর্টেবেলিটি এমএনপি সেবা চালু করে বিটিআরসি। সেবাটি চালুর ফলে নম্বর অপরিবর্তিত রেখে গ্রাহকেরা অন্য অপারেটরে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

সারাবাংলা/ইএইচটি/আরএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর