মাদারীপুরে ছাত্রীকে পিটিয়ে জখম, অভিযুক্তের পরিবারের অস্বীকার
১৫ জানুয়ারি ২০১৯ ১৪:৩৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে দশম শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে দিকে উপজেলার পৌর এলাকার ঝাউতলা গ্রামে বাশার উকিলের বাড়ীর সামনে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
আহত স্কুলছাত্রীর নাম শুকতারা। আর তাকে জখম করার অভিযোগ উঠেছে কালকিনির সাহেবরামপুর এলাকার রুমন আকনের বিরুদ্ধে।
শুকতারার পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিল সে। পথে বাশার উকিলের বাড়ীর পাশের রাস্তায় তাকে একা পেয়ে পিটিয়ে জখম করে করা হয়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় শুকতারাকে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার হাত-পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন শুকতারার স্বজনরা।
তাদের অভিযোগ, কালকিনির সাহেবরামপুর এলাকার রুমন আকন এই কাজটি করেছে। সে এলাকায় বখাটে হিসেবে পরিচিত বলেও জানান তারা।
তবে রুমনের ভাই শামন আকন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার ভাই গতকাল বিদেশ থেকে ঢাকা নেমেছে। এখনও আমারা ঢাকায়। আমি বা আমরা এ কাজ কিভাবে করবো? আমাদের ফাঁসানোর জন্য এই কাজ করা হচ্ছে। তাছাড়া ঐ মেয়ে বলতে পারবে কে এই কাজ করছে। কোনো প্রমাণ ছাড়া কেন আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? তবে যে মেয়ের কথা বলেছে সেই মেয়ের সাথে আমার বড় ভাই রুমন এর সাথে বিদেশে থাকা অবস্থায় বিয়ে হয়েছিল। আমার ভাইয়ের সাথে সংসার করবে না বলেই মেয়ে নিজে তাকে ছেড়ে দিয়েছে। আমি নিজেও বিবাহিত। হয়তো এই কারনে তারা আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। তবে আমি গত ১১ তারিখ ঢাকা আসছি। আমার কাছে সকল প্রমাণ আছে।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে প্রেমজনিত জটিলতা থেকে এই ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএমএন