Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ


১৫ জানুয়ারি ২০১৮ ১৬:৪৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ। বাংলাদেশ ট্যাঙ্কলরী ওনার্স এ্যাসোসিয়েশন, বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন সহ ৪টি সংগঠন ধর্মঘট পালন করার ফলে এ তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।

সোমবার সকাল থেকে ট্যাঙ্কলরীর সেফটি বাম্পার অপসারণ না করা, রাস্তায় পুলিশি হয়রানি বন্ধকরা ও সড়ক মেরামত করার দাবিতে এ ধর্মঘটের পালন করছেন সংগঠনগুলো।

এর ফলে খুলনার খালিশপুরে অবস্থিত পদ্মা মেঘনা, যমুনা তেল কোম্পানী থেকে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। যার ফলে বন্ধ রয়েছে খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ।

বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিকরা তাদের কাশিপুরস্থ অফিসের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সভার আয়োজন করে। সভায় বক্তৃতা দেন ট্যাংকলরী মালিক সমিতির  সভাপতি আব্দুল গাফফার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন, ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি শেক নুর ইসলাম, সাধারণ সম্পাদক আলী আজিমসহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পুলিশি হয়রানি বন্ধ ও বাম্পার অপসারণ আইন বাতিল না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

সারাবাংলা/টিএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর