মাওলানা শফীর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা দাবি
১৫ জানুয়ারি ২০১৯ ১৬:০৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
নারীশিক্ষা নিয়ে মাওলানা আহমদ শফীর বিতর্কিত মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ‘নারী শ্রমিক নেতৃবৃন্দ’ নামে একটি সংগঠন। সংগঠনটির দাবি শফীর বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়া। মঙ্গলবার (১৫ জানুয়ারি ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানানো হয়।
উপস্থিত নারী শ্রমিকরা বলেন, তিনি (শফী) নারীদের নিয়ে প্রতিনিয়ত অপমানজনক কথাবার্তা বলেন। পুরুষদের সীমাবদ্ধতাকে আমলে না নিয়ে তিনি নারীদের পড়াশুনা ও চলাফেরা নিয়ে যেসব বক্তব্য প্রদান করেন, সেগুলো নারীদের উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাই দ্রুত উনার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়া উচিত।
সুবর্ণচরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারা বলেন, মাওলানা শফীকে কখনো নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য দিতে শোনা যায়নি। উনার এমন নারীবিদ্বেষী বক্তব্যের কারণে এক শ্রেণির মানুষ নারীদেরকে অপমান ও নির্যাতন করতে আরো উৎসাহী হয়ে উঠে।
উল্লেখ্য, কওমি মাদ্রাসার ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতের আমির আহমদ শফী শুক্রবার (১১ জানুয়ারি) এক মাহফিলে মেয়েদের সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য উপস্থিত অভিভাবকদের ওয়াদা করান। জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ১১৮তম মাহফিলে তার দেওয়া বক্তব্য ভিডিওসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে।
সারাবাংলা/ওম/এনএইচ