ফের রিমান্ডে হাবিব-উন-নবী খান সোহেল
১৫ জানুয়ারি ২০১৯ ১৭:৫৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর আগে, গত সেপ্টেম্বর মাসে গ্রেফতার করার পর পাঁচ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জাসিম এ রিমান্ডের আদেশ দেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ এবং উসকানি, মদতদাতা ও হুকুমদাতাদের নাম-ঠিকানা ও মূল পরিকল্পনাকারীর পরিচয় জানার জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
অন্যদিকে, আদালতে বিএনপি নেতা সোহেলের জামিনের আবেদন করেন অ্যাডভোকেট জাকির হোসেন ও মোশাররফসহ আরও কয়েকজন। পরে আদালত শুনানি নিয়ে হাবিব-উন-নবী খান সোহেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালে ৮ মার্চ বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নেন। সেখানে পল্টন থানার একটি মামলার কয়েকজন আসামি অবস্থান করছেন— এমন খবরে পুলিশ তাদের গ্রেফতার করতে অভিযান চালায়। এসময় হাবিব-উন-নবী সোহেল, রুহুল কবীর রিজভী, খায়রুল কবীর খোকন, সুলতান সালাহউদ্দিন টুকু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি নেতারা পুলিশের কাজে বাধা দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপি নেতারা পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে ও যানবহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করে।
এই মামলায় ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে বিএনপির কেন্দ্রীয় এই নেতাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।
সারাবাংলা/এআই/টিআর