Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ১২টি চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৫


১৫ জানুয়ারি ২০১৯ ১৮:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২টি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর পর্যন্ত চলা এই অভিযানে অটোরিকশা এবং অটোরিকশার নম্বর-দলিল বদলানোর বিভিন্ন সামগ্রীও জব্দ করা হয়।

সিএনজিচালিত অটোরিকশা

গ্রেফতার পাঁচজন হলেন, গোলাম আকবর (৫০), আনোয়ার হোসেন (৩৮), সজীব শিকদার (৪৮), সিহাবুর রহমান মিঠু (৪২) এবং কামাল হোসেন (৪৩)।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বলেন, গ্রেফতার পাঁচজন একটি চক্রের সদস্য। এরা চোরাই অটোরিকশা কিনে ইঞ্জিন ও চেসিস নম্বর পাল্টে ভুয়া নম্বর প্রতিস্থাপন করতো। অটোরিকশার ভুয়া দলিলও তারা তৈরি করতো।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে ওএমএস সেবা
২১ জানুয়ারি ২০২৫ ১৪:১৬

আরো

সম্পর্কিত খবর