Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন ভ্রমণে সতর্কতা জারি করেছে কানাডা


১৫ জানুয়ারি ২০১৯ ১৯:৪৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মাদক চোরাচালানের অভিযোগে রবার্ট সেলেনবার্গ নামে এক কানাডীয়কে চীনে মৃত্যুদণ্ড শাস্তি ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশটি ভ্রমণে সতর্কতা জারি করেছে কানাডা। খবর আল-জাজিরার।

চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে মেং ওয়ানঝৌকে যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডায় আটকের পর হতে দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনমন চলছে। এ পর্যন্ত চীন সেদেশে বেশ কয়েকজন কানাডীয়কে বিভিন্ন অভিযোগে আটক করেছে।

বিরজমান পরিস্থিতিতে কানাডা দেশটির নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে, চীনে তারা ‘নির্বিচারে আটকের’ শিকার হতে পারেন।

উল্লেখ্য, চীনের লিয়াওনিং প্রদেশে রবার্ট লয়েড সেলেনবার্গবার্গকে মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে পুনঃবিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পূর্বের এক রায়ে সেলেনবার্গের ১৫ বছরের জেল দেওয়া হয়েছিল। যদিও সেলেনবার্গ নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি ১০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল করতে পারবেন।

কানাডা বলছে তারা ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে, চীন প্রতি বছর দু হাজার ব্যক্তিকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়ে থাকে।

সারাবাংলা/এনএইচ

চীন-কানাডা ভ্রমণ সতর্কতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর