Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তদন্ত প্রতিবেদনের পর মিজানের বিরুদ্ধে ব্যবস্থা


১৫ জানুয়ারি ২০১৮ ১৭:১০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ১৭:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘পুলিশের ডিআইজি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি কাজ করছে। প্রতিবেদনে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজধানীর লালবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার দুপুরে শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এক কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘ডিআইজি মিজানের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি মহোদয় ওই কমিটির তদারক করছেন। কমিটি রিপোর্ট দেবে খুব তাড়াতাড়ি। ওই রিপোর্ট অনুযায়ী মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এর আগে ভাটারা থানা পুলিশ দুই সাংবাদিকের জিডি না নেওয়া প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেছিলেন, ‘একজন নাগরিকের থানায় জিডি করার অধিকার আছে। থানা জিডি না নিলে তিনি আদালতে যেতে পারেন।’

দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল আলম খোকন ও যমুনা টেলিভিশনের বিশেষ রিপোর্টার আব্দুল্লাহ তুহিনকে সংবাদ প্রকাশের জেরে এক নারীর সঙ্গে ফোনে কথা বলার সময় প্রাণনাশের হুমকি দেন কিছুদিন আগে প্রত্যাহার হওয়া ডিআইজি মিজান।

সারাবাংলা/ইউজে/আইজেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর