Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহিত্য সম্মেলনে বৈশ্বিক শান্তি কামনার বন্দনা


১৫ জানুয়ারি ২০১৮ ১৭:১১

স্পেশাল করেসপন্ডেন্ট

ভারতের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, পরিবেশের থেকে বড় দূষণ মানুষের মনে জমা হয়েছে। এখান থেকে আমাদের বাঁচাতে পারেন একমাত্র শিল্পী-সাহিত্যিকরাই।

সোমবার বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে অংশ নিয়ে তিনি এ মত জানান।

প্রণব মুখার্জী বলেন, পৃথিবীর চেহারা পরিবর্তন করতে হবে। মানুষ সভ্য হয়েছে। কিন্তু চিন্তা থেকে হিংস্রতা যায়নি।

রোববার বিকেল ৪টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ সময় প্রণব মুখার্জীকে স্বাগত জানান। এর আগে শনিবার আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/জেআইএল/এটি

১৪ জানুয়ারি ঢাকা সফরে আসছেন প্রণব মুখার্জী
বিকেলে ঢাকা আসছেন প্রণব মুখার্জী
প্রণব মুখার্জী ঢাকায়
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আবেগ আপ্লুত প্রণব মুখার্জী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর