Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০ দিনের কর্মসূচি ঘোষণা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়


১৬ জানুয়ারি ২০১৯ ১৩:১৮

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগামী ১শ দিনের কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী কর্ম পরিকল্পনা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

বুধবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিচ্ছেন তিনি।

কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা সপ্তাহ পালন করা, মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ে তদারকি চালুর ব্যবস্থা করা, স্বাস্থ্য সেবা বিভাগে পদোন্নতি প্রক্রিয়া শেষ করা, প্রচার প্রচারণা শেষ করা, সব হাসপাতালে নিওন সাইনবোর্ড স্থাপন করা, প্রতিটি হাসপাতালে বিভিন্ন ইউচার চার্জের তালিকা প্রকাশ করা, গ্রাহকরা যেসব সমস্যার মুখোমুখি হন তা সমাধানে ওয়েবসাইটে অভিযোগ কর্ণার চালু করা। হাসপাতালে অ্যাম্বুলেন্স ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য জীপ গাড়ি দেওয়া।

সারাবাংলা/এইচএ/জেআইএল/এএইচএইচ/জেএএম

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর