Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিগগিরই সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান’


১৬ জানুয়ারি ২০১৯ ১৩:৪২ | আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ১৯:২৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: স্বাস্থ্যখাতে কোনো অব্যবস্থা নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। তিনি বলেন, ‘এ খাতে যতটুকু অব্যবস্থা আছে তাও থাকবে না। শিগগিরই স্বাস্থ্য খাতে সিন্ডিকেট এবং অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলবে।

বুধবার (১৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে ১০০ দিনের কর্মসূচি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘প্রতিটি বিভাগীয় শহরেই ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। এক বছরের নিচে শিশু এবং ৬৫ বছরের উপরে বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। আশা করি এই কাজও প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুতই শুরু হবে। মন্ত্রী বলেন যে, প্রতিটি ব্যক্তির জন্য মান সম্মত স্বাস্থ্য সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।’

বাংলাদেশে চিকিৎসকদের ওপরে আস্থা নেই জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য সেবায় জনগণের আস্থা ফিরে আসবে। একসময় তো আস্থা ছিলোই না। আগের তুলনায় অনেক আস্থা ফিরে এসেছে। লাখ লাখ মানুষ দেশে চিকিৎসা নিচ্ছে। বাইপাস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট এগুলো দেশেই হচ্ছে। তবে ধর্নাঢ্য ব্যক্তিরা আমেরিকা যান চিকিৎসা নিতে। এ বিষয়টি নিয়ে আমরা চিন্তিত নই। সাধারণ মানুষকে সেবার জন্য আমরা চিন্তিত।’

১০ হাজার চিকিৎসক বিভিন্ন হাসপাতালে নিয়োগ দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে। ওখানে সারাদেশের জনগণ তাদের অসুবিধার কথা জানাতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে কি চিকিৎসা নেওয়া দরকার তা জানা যাবে। পুরো বিষয়টি মন্ত্রী, তার সচিব এবং মন্ত্রণালয় তদারকি করবে।-বলেন জাহেদ মালেক।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১০০ দিনের মধ্যে ৩০০ গাড়ি ও অ্যাম্বুলেন্স কেনা হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য। নির্দেশ ছাড়া কোনো যন্ত্রপাতি কেনা হবে না। স্বাস্থ্য সেবায় পদোন্নতি দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসার ওপরে জোর দেওয়া হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় হাসপাতাল হবে ঢাকায়। শিগগিরই কাজ শুরু হবে বলে জানান তিনি।’

সারাবাংলা/এএইচএইচ/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর