Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদ খাদ্য নিশ্চিতে খাদ্য মন্ত্রণালয়ের জিরো টলারেন্স


১৬ জানুয়ারি ২০১৯ ১৩:৫৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নওগাঁ : যে কোনো মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ জেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এসময় নিরাপদ এবং ভেজাল মুক্ত খাদ্য নিশ্চিত করতে সকল কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, খাদ্যে ভেজাল রোধে সভা সেমিনারের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। কারণ নিরাপদ খাদ্য সমাজকে নিরাপদ রাখে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিতে জিরো ট্রলারেন্স দেখাবে তার মন্ত্রণালয়।

পাশাপাশি সাংবাদিকদের খাদ্য নিয়ে সংবাদ পরিবেশনে সঠিক তথ্য তুলে ধরতেও আহ্বান জানান তিনি।

নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময়ে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারী, সিভিল সার্জন ডা. মোমিনুল হক, নওগাঁ পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কামাল হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানরা।

সারাবাংলা/এসএমএন

খাদ্যমন্ত্রী জিরো টলারেন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর