Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যস্ত সড়কে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর


১৬ জানুয়ারি ২০১৯ ১৪:০৪ | আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ১৯:২৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কাভার্ড ভ্যানচাপায় এক কলেজ ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর কোতোয়ালী থানার সামনে এই ঘটনা ঘটেছে।

নিহত সোমা বড়ুয়া (১৮) চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। তিনি নগরীর চান্দগাঁও বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা রূপায়ন বড়ুয়া ও কুমকুম বড়ুয়ার মেয়ে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তাদের বাড়ি।

কলেজ ছাত্রীর মৃত্যু, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, কাভার্ড ভ্যানচাপায় গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্রীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ সারাবাংলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছি।

সারাবাংলা/আরডি/এনএইচ

কলেজ ছাত্রীর মৃত্যু চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর