কেনিয়ায় নাগরিকদের জিম্মি, সংঘর্ষে ১৪ বেসামরিকের মৃত্যু
১৬ জানুয়ারি ২০১৯ ১৯:২০
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে জঙ্গি হামলায় অন্তত ১৪ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। ১৭ ঘণ্টা ধরে ৭০০’র বেশি বেসামরিক নাগরিকসহ নাইরোবির ‘দুসিত কমপ্লেক্স’ জিম্মি করে রেখেছিল জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের সশস্ত্র সদস্যরা। খবর আল জাজিরার।
কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন, হোটেলে হামলা চালানো সকল জঙ্গিকে হত্যা করা হয়েছে ও ১৭ ঘণ্টা মেয়াদী সংকটের অবসান ঘটেছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৫ জানুয়ারি) হোটেলটিতে অবস্থানরতদের জিম্মি করে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি দল আল-শাবাব।
জাতীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে কেনিয়াত্তা বলেন, বুধবার (১৬ জানুয়ারি) আল-শাবাবের হামলায় ১৪ বেসামরিক নাগরিকের প্রাণহানী হয়েছে।
তিনি জানান, হোটেলটি থেকে ৭০০’র বেশি বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।
কেনিয়াত্তা আরও বলেন, দুসিত কমপ্লেক্সে চালানো নিরাপত্তা অভিযান শেষ হয়েছে। সকল সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে, এর মধ্যে হত্যাকারী, সন্ত্রাসীদের সাথে ১৪টি নিষ্পাপ জীবনও হারিয়ে গেছে। এছাড়া কয়েকজন আহত হয়েছে।
হোটেলে আল-শাবাবের হামলা নিশ্চিত হওয়ার পর সেখানে বিশেষ বাহিনী পাঠায় স্থানীয় কর্তৃপক্ষ। তবে হামলায় কতজন জঙ্গি জড়িত ছিল সে বিষয়ে কিছু জানাননি কেনিয়াত্তা।
কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বৈনেট বলেন, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টায় হোটেলটিতে হামলা চালায় আল-শাবাবের সদস্যরা। সে সময় একটি ব্যাংকের বাইরে তিনটি গাড়ি বিস্ফোরণ ঘটায় তারা।
সারাবাংলা/ আরএ