Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি পিস্তলসহ ভুয়া ৪ পুলিশ সদস্য আটক


১৬ জানুয়ারি ২০১৯ ১৯:২০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ঢাকা: গাজীপুরের শিরিরচালা থেকে ভুয়া চার পুলিশ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

গাজীপুর পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ আব্দুল আল মামুন জানান, পুলিশের সদস্য পরিচয়ে ওই চারজন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছিলেন। তাদের ব্যাপারে র‌্যাবের কাছে আগে থেকেই তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয় বলে জানান ক্যাম্প কমান্ডার।

সারাবাংলা/একে

গাজীপুর ভুয়া পুলিশ সদস্য