অনিবার্য কারণে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিত
১৬ জানুয়ারি ২০১৯ ২০:২৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: অনিবার্য কারণে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। আগামী ১৯ জানুয়ারি এই ক্যাম্পেইন শুরু হওয়ার কথা ছিল। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, পরবর্তীতে ক্যাম্পেইন শুরুর তারিখ ঘোষণা করা হবে।
বুধবার (১৬ জানুয়ারি) জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দেশজুড়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর আগে ১৪ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অ্যাডভোকেসি সভায় ঘোষণা দেওয়া হয়, আগামী ১৯ জানুয়ারি সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।
ওই সভায় সভাপতির বক্তব্যে ডিএসসিসি‘র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহউদ্দিন বলেন, সাধারণত বছরে দুইবার জুন ও ডিসেম্বর মাসে ভিটামিন-এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। তবে নির্বাচনের কারণে গত বছর ডিসেম্বর মাসের ক্যাম্পেইন ২০১৯ সালের জানুয়ারি মাসে পরিচালনা করা হবে।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৪৭ হাজার শিশু এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১২ থেকে ৫৯ মাস বয়সী সোয়া ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যৌথভাবে ক্যাম্পেইন পরিচালনা করবে দুই সিটি করপোরেশন ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস সারাবাংলাকে জানান, আমাদের প্রায় আড়াই কোটি বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এটা বাচ্চাদের জীবনের একটা বিষয়। মাঠ পর্যায়ে তিন-চার জায়গা থেকে অভিযোগ এসেছে, লাল ক্যাপসুলগুলো একটার সঙ্গে আরেকটা লেগে গেছে। ফলে ওষুধের মান নিয়ে সন্দেহ জন্ম নিয়েছে। ফলে আমরা নিশ্চিত হওয়ার পরেই আবার নতুন তারিখ ঘোষণা করা হবে।
সারাবাংলা/জেএ/এটি