অভ্যন্তরীন দ্বন্দে গুলিবিদ্ধ দুই ডাকাত,হাসপাতালে ভর্তি
১৭ জানুয়ারি ২০১৯ ০৪:০৯
।।ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ফেনী: জেলার সদর উপজেলা দক্ষিণ গোবিন্দপুর গ্রামে ভাগ-বাটোয়ারা নিয়ে অভ্যন্তরীন দ্বন্দে গুলিবিদ্ধ হয়েছে দুই ডাকাত। বুধবার(১৬ জানুয়ারি) ভোরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ।
আহতদের মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের নামে বিভিন্ন থানাতে ১২ টি অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ।
আহতরা দীর্ঘদিন ডাকাতির সাথে জড়িত জানিয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, ভোররাতে গোবিন্দপুর গ্রামে গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থাতে দেখতে পায়। তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী বন্দুক,দুটি কার্তুজ,একটি দেশীয় ছোরা ও চাপাতি উদ্ধার করে পুলিশ।
সারাবাংলা/এসবি