।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো.সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১২ টি মামলা রয়ছে বলে জানা গেছে। বুধবার (১৬ জানুয়ারি) রাত ১১ টার দিকে সেলিমকে (৩৯) নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
সেলিম লক্ষ্মীপুর জেলার রায়গঞ্জ উপজেলার মো.খালেকের ছেলে। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে তার বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে সারাবাংলাকে জানিয়েছেন কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো.কামরুজ্জামান।
সেলিমের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১২টি মামলা থাকার তথ্য দিয়ে পুলিশ পরিদর্শক কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, গত বছরের ২৮ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন নাশকতার সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে সে জামিনে বেরিয়ে আসে।
‘বেশ কিছুদিন ধরে সে রিয়াজউদ্দিন বাজার এলাকার শ্রমিকদের সরকার বিরোধী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে আসছে বলে আমাদের কাছে তথ্য আছে। এর আগেও সে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে শ্রমিকদের উসকানি দিয়ে নাশকতার কাজে ব্যবহার করেছিল।’
বৃহস্পতিবার সেলিমকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। সেলিম কেন্দ্রীয় যুবদলের ৬ নম্বর যুগ্ম সম্পাদক।
সারাবাংলা/আরডি