অবসরে গেলেন জাপানে জন্মগ্রহণকারী শেষ সুমো চ্যাম্পিয়ন
১৭ জানুয়ারি ২০১৯ ০৯:৪৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
জাপানে জন্মগ্রহণকারী সর্বশেষ সুমো চ্যাম্পিয়ন অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। টানা কয়েকটি পরাজয়ের পর এমন ঘোষণা দিলেন তিনি। খবর বিবিসির।
জাপানি সুমো কুস্তিগীর কিসেনোসাতো ইউতাকা জানিয়েছেন, তিনি জখমে ভুগছেন। তা সত্ত্বেও ভক্তদের সমর্থনের প্রতিদান দিতে কুস্তি চালিয়ে যেতে চেয়েছিলেন।
২০১৭ সালে প্রায় দুই দশকের মধ্যে প্রথম জাপানে জন্ম নেওয়া প্রথম কুস্তিগীর হিসেবে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হন কিসেনোসাতো। বর্তমানে শীর্ষ দুই কুস্তিগীরের উভয়ই মঙ্গোলিয়ায় জন্মগ্রহণকারী।
এক সংবাদ সম্মেলনে কিসেনোসাতো ক্রন্দনরত অবস্থায় বলেন, আমার মনে হয় আমার পক্ষে যা সম্ভব আমি সবই করেছি। আমি অনেক মানুষের সমর্থন পেয়েছি। তাদের প্রতি আমার কৃতজ্ঞতাবোধ ছাড়া আর কিছুই নেই।
অবসরের পর আরাইসো নাম গ্রহণ করবেন কিসেনোসাতো। তিনি তরুণ কুস্তিগীরদের প্রশিক্ষণে মনোনিবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে।
কিসেনোসাতো ইউতাকা
কিসেনোসাতোর আসল নাম ইউতাকা হাগিওয়ারা। তার জন্ম হয় জাপানের ইবারাকি শহরে। শৈশবে স্কুলের বেসবল ক্লাবের পিচার ছিলেন তিনি। পরবর্তীতে টোকিওতে এক আস্তাবলে কুস্তিগির হিসেবে প্রশিক্ষণ নেন।
২০০২ সালে কিসেনোসাতো প্রথম পেশাদার কুস্তি লড়েন। ২০০৪ সালের মধ্যে তিনি জাপানের শীর্ষ কুস্তি বিভাগ মাকুচি অর্জন করেন। তখন তার বয়স ছিল কেবল ১৮।
একাধিকবার রানার-আপ হওয়ার পর ২০১৭ সালে জয়ী হয়ে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হন কিসেনোসাতো। আখ্যায়িত হন ইয়োকোজুনা উপাধিতে। তবে বুকের পেশিতে এক জখমের কারণে শেষের দিকে টানা আটটি লড়াই হারেন তিনি। যে কোনো গ্র্যান্ড চ্যাম্পিয়নের ইতিহাসে সবচেয়ে বড় টানা পরাজয়ের ঘটনা এটি।
কিসেনোসাতো বলেন, আমি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠছি। কিন্তু আমি নিজের মতো করে কুস্তি লড়তে পারছি না।
সারাবাংলা/ আরএ