Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, গ্রেফতার ৫


১৭ জানুয়ারি ২০১৯ ১০:০৯ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ১৪:২৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন অপরাধ করায় পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়, ফেসবুকে গুজব ছড়ানো এবং ভুয়া, উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো হতো বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল র‌্যাব-২-এর পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তবে কখন বা কোথা থেকে এই অপরাধী চক্রকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও জানানো হয়নি। সকাল বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/ইউজে/এসএমএন

ফেসবুক ফেসবুক অপপ্রচার ফেসবুক অ্যাকাউন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর