মাদারীপুরে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, আটক ১
১৭ জানুয়ারি ২০১৯ ১০:১১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করার ঘটনায় নয়জনের নামে থানায় মামলা করেছে শিক্ষার্থীর পরিবার। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
আহতের নাম শুকতারা আক্তার। তিনি কালকিনি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার পরিবারের অভিযোগ, মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে বাড়ি থেকে পায়ে হেটে প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে মাথায় ও পেটে কুপিয়ে গুরুতর আহত করে কালকিনির সাহেবরামপুর এলাকার শামন আকন ও তার বন্ধুরা।
পরবর্তীতে স্থানীয়রা ওই স্কুলছাত্রীকে অচেতন অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় বুধবার শুকতারার মা মাহিনুর বেগম বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। বিকালে এ ঘটনায় রিপন নামে একজনকে আটক করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে কালকিনির সাহেবরামপুর এলাকার সালাম আকনের বড় ছেলে রোমন আকনের (৩০) সাথে পাঙ্গাসিয়া গ্রামের মোফাজ্জেল হাওলাদারের মেয়ে শুকতারা আক্তারের বিয়ে হয়। কিন্তু পরবর্তীতে পারিবারিক কারণে বিয়ে ভেঙ্গে দেয় শুকতারার পারিবার। এতে ক্ষিপ্ত হয় রোমন আকনের ছোটভাই শামন আকন (২৫) স্কুলে যাওয়ার পথে প্রায়ই শুকতারাকে উত্যক্ত করতো।
এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে শামন ও তার পরিবারের লোকজন।
শামনের স্ত্রী শিপ্রা আক্তার তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের শুধু শুধু ফাঁসানো হচ্ছে। আমি চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হক। নিরপরাধ ব্যক্তিদের শুধু ফাঁসানো হচ্ছে কেন। আমার স্বামী ৯ জানুয়ারি থেকে ঢাকা এবং আমার ভাশুর ১৩ জানুয়ারি ইতালি থেকে ঢাকা আসছে। এখনও কালকিনির বাড়ীতে আসতে পারেনি। আমার ভাশুরের বিয়ে ঠিকঠাক আগামী ১৮ই জানুয়ারি শুক্রবার, সেই কারণে গত ১৪ জানুয়ারি বিয়ে কেনা-কাটা করছে। সকল প্রকার প্রমাণ আমাদের কাছে আছে। আমি চাই আমাদের অপরাধী করার আগে অবশ্যই আমাদের মোবাইল, শুকতারার মায়ের মোবাইল, শুকতারার মোবাইল নাম্বার ট্র্যাকিং করা হক।
শুকতারা মা মাহিনুর বেগম বলেন, আমার মেয়েকে শামন ও তার লোকজনেরাই হত্যার উদ্দেশ্য এই ঘটনা ঘটিয়েছে। আমি আমার মেয়ের হত্যা চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোফাজ্জেল হোসেন বলেন, শুকতারা মা বাদী হয়ে একটি মামলা করেছে। আমরা একজনকে আটক করেছি। বাকিদের আটক করে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, মামলায় শামন, রোমন আকনসহ তার পরিবারের লোকজনকে আসামী করা হয়। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সারাবাংলা/আরএ