।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৫৪ কেজি গাঁজা ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। তবে, র্যাবকে দেখে গাড়ি থেকে নেমে পালানোর পথে ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে নগরীর বাকলিয়া থানার আহাদ কনভেনশন হলের সামনে মাইক্রোবাসে অভিযান চালায় র্যাব সদস্যরা।
গ্রেফতার মো. সেলিম (৪৪) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান সারাবাংলাকে বলেন, চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় গতিবিধি সন্দেহ হওয়ায় মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দেওয়া হয়। তখন ভেতরে থাকা চারজন মাইক্রোবাসটিকে রাস্তার পাশে রেখে পালিয়ে যেতে থাকে। র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে সেলিমকে ধরে ফেলেন। তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়।
মাইক্রোবাসে তল্লাশিতে ৫ হাজার ২১০ পিস ইয়াবা এবং ৫৪ কেজি গাঁজা পাওয়া যায়।
মাইক্রোবাসটি কুমিল্লা থেকে ইয়াবা ও গাঁজা নিয়ে চট্টগ্রাম নগরীতে আসে বলে জানান এএসপি মাশকুর।
সারাবাংলা/আরডি/জেএএম