Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে খনি দুর্ঘটনার ৩৫ দিন পর ১ জনের মৃতদেহ শনাক্ত


১৭ জানুয়ারি ২০১৯ ১৬:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

দুর্ঘটনার ৩৫ দিন পর মেঘালয়ের কয়লা খনিতে নিখোঁজ ১৪ শ্রমিকের মধ্যে একজনের মৃতদেহ শনাক্ত করতে সক্ষম হয়েছে ভারতীয় নৌ বাহিনী। গত বছরের ১৩ ডিসেম্বর ‘র‍্যাট হোল’ নামে পরিচিত পরিত্যক্ত কয়লা খনিতে শ্রমিকেরা অনুপ্রবেশ করেন। পরবর্তীতে পাশের একটি নদী থেকে আচমকা  খনিতে পানি প্রবেশ করলে শ্রমিকরা নিখোঁজ হয়।

ভারতীয় নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ১৬০ ফুট গভীরে ডুবোযান পাঠিয়ে একজনের মৃতদেহ চিহ্নিত করা গেছে। বাকি ১৩ জন শ্রমিকের এখনো কোন হদিস মিলেনি। একজন ডাক্তারের তত্ত্বাবধানে মৃতদেহটি খনির বাইরে বের করে আনা হবে বলে জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

ভারতীয় জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা বাহিনী ও রাজ্যের জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা বাহিনী দ্বারা পরিচালিত আগের উদ্ধার কার্যক্রমটি পর্যাপ্ত সরঞ্জামের অভাবে ব্যাহত হয়েছিল। এখনো প্রায় ২০০ জন উদ্ধারকর্মী খনি খননের মাধ্যমে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম কয়লা উৎপাদনকারী দেশ ভারত। দেশটির মোট জ্বালানির ৬০ ভাগই কয়লা থেকে আসে। ২০১৪ সালে ভারতের মেঘালয়ে রাজ্যে কয়লা খনি খনন নিষিদ্ধ হলেও খনি মালিকেরা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন।

সারাবাংলা/ওএম/এনএইচ

খনি দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর