Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটন শিল্পের বিকাশে ১৩০০ কোটি টাকার প্রকল্প: প্রতিমন্ত্রী


১৭ জানুয়ারি ২০১৯ ১৬:৫৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা:
 পর্যটন শিল্পকে অমিত সম্ভাবনার অফুরন্ত উৎস হিসেবে উল্লেখ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিন বলেন, ‘এই খাতকে অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থানের অন্যতম উৎসে পরিণত করতে বর্তমান  সরকার ১৩০০ কোটি টাকার প্রকল্প হাত নিয়েছে। এর মাধ্যমে অবকাঠামোগত সুবিধা ও মানবসম্পদ উন্নয়নে ব্যয় হবে।’ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশন ( বিপিসি)-এর সদর দফতরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিপিসি চেয়ারম্যান আখতার উজজামান খান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন ডেস্টিনেশনে পরিণত করতে সরকার একটি পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। পাশাপাশি বাংলাদেশকে পৃথিবীর দেশে দেশে ব্র্যান্ডিং করতে নানামুখী প্রচার কার্যক্রমও গ্রহণ করেছে।’

পৃথিবীর পর্যটকরা সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রের গর্জন শোনেনি বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাঘ দেখেছে কিন্তু রয়েল বেঙ্গল টাইগার দেখেনি। লেক দেখেছে কিন্তু রাঙ্গামাটির নয়নাভিরাম সৌন্দর্য দেখেনি।  এসব দেখাতে পর্যটকদের বাংলাদেশে আনার জন্য সম্ভব যা কিছু করবে সরকার। ’ সরকারের এই লক্ষ্য সফল করতে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

সারাবাংলা/জেএ/এমএনএইচ

পর্যটন প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর