Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন হাজার কোটি টাকা


১৭ জানুয়ারি ২০১৯ ১৮:২০

।। স্পেশাল করেসেপন্ডেন্ট ।।

ঢাকা: পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) টানা দ্বিতীয় দিনের মতো দেশের প্রধান দুই পুঁজিবাজারে সূচক ছিল কিছুটা নিম্নমুখী।

তবে এটাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, চলতি জানুয়ারি মাসে বেশিরভাগ শেয়ারের দাম কমায় গত দুইদিন বিনিয়োগকারীরা লভ্যাংশ তুলে নেওয়ায় বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। আর এই কারণে সূচক কিছুটা কমেছে।

পুঁজিবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ্যপক আবু আহমদ সারাবাংলাকে বলেন, ‘পুঁজিবাজার সাম্প্রতিক সময়ে বেশ স্বাভাবিক রয়েছে। টানা কয়েকদিন সূচক ঊর্ধমুখী থাকার পর বাজারে কিছুটা মুল্য সংশোধন হয়েছে। এটা পুঁজিবাজারের জন্য ইতিবাচক। টানা উত্থান কিংবা পতন কোনটাই স্বাভাবিক পুঁজিবাজারের বৈশিষ্ট্য নয়।’

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৬টি কোম্পানির ২৮ কোটি ৭৫ লাখ ৭১ হাজার ২৩৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ১১ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার টাকা। এটি আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮২৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৩০৯ পয়েন্টে নেমে আসে। দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পনি হলো- এসএস স্টিল, কেপিসিএল, ইউনাইটেড ফাইন্যান্স, অ্যাক্টিভ ফাইন, জেএমআই সিরিঞ্জ, সন্ধানী ইন্স্যুরেন্স, এফএএস ফাইন্যান্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

দাম বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- বে-লিজিং, সোনারবাংলা ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, লিগেসী ফুটওয়্যার, ফেডারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, মাইডাস ফাইন্যান্স ও কর্ণফুলি ইন্স্যুরেন্স।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পনি হলো- ইমাম বাটন, সাভার রিফ্রেক্টরিজ, মেঘনা কন্ডেন্সড মিল্ক, মেঘনা পেট, শ্যামপুর সুগার, দুলামিয়া কটন, সমতা লেদার, ফিনিক্স ইন্সুরেন্স, তুংহাই নিটিং ও বিচ হ্যাচারি।

সারাবাংলা/জিএস/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর