Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঐক্য থাকবে, জাতীয় সংলাপ ৬ ফেব্রুয়ারি’


১৭ জানুয়ারি ২০১৯ ১৯:২৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য ছিল, আছে, থাকবে এবং ঐক্যফ্রন্টের ব্যানারেই আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংলাপ। এই সংলাপে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও জামায়াত ছাড়া সব রাজনৈতিক দলকে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু সাংবাদিকদের এসব কথা বলেন। এ বৈঠকে ঐক্যফ্রন্টের বৃহত্তম শরিক দল বিএনপি অংশ নেয়নি।

বিএনপি কেন বৈঠকে অংশ নেয়নি— এমন প্রশ্নের জবাবে আ স ম আবদুর রব বলেন, ‘ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট ছিল, ঐক্যফ্রন্ট থাকবে। আজকের বৈঠকে একজন আসতেছেন, অন দ্য ওয়ে। আমাদের প্রত্যেকেরই কাজ আছে, মামলা-টামলা করতে হবে। এ জন্য ব্যস্ততার কারণে দেরি না করে আমরা চলে যাচ্ছি।’

পাশ থেকে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘না, মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) অসুস্থ।’

মহাসচিব ছাড়াও তো জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে বিএনপির আরও দু’জন নেতা ছিলেন, তারা আসেননি কেন?— এমন প্রশ্নের জবাবে মন্টু বলেন, ‘আমি মির্জা ফখরুলের সঙ্গে কথা বলেছি। উনি অসুস্থ। এজন্য আসতে পারেননি।’

‘শুনলাম যে, একটা আলোচনা চলছে অন্য বিষয়ে। সেজন্য উনাদের আসতে দেরি হয়েছে। আসার কথা ছিল ড. মঈন খান ও গয়েশ্বর বাবুর (গয়েশ্বর চন্দ্র রায়)। উনারা একটা জায়গায় আটকা পড়েছেন। নেক্সট মিটিংয়ে আমরা একসঙ্গে বসব,’— বলেন মোস্তফা মোহসীন মন্টু।

বিজ্ঞাপন

গণফোরামের এই নেতা আরও বলেন, ‘আমরা প্রথমে যে অবস্থায় শুরু করেছি, এখনও জাতীয় ঐক্যফ্রন্ট সেই একই জায়গায় আছে, একইভাবে আছে। আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই।’

বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে মোহসীন বলেন, ’২৮ জানুয়ারি একটা নাগরিক সংলাপের কথা ছিল। আমাদের সুবিধা-অসুবিধার কারণে সেই সংলাপের তারিখটা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি নিয়ে গেলাম।’

জামায়াত নিয়ে কোনো আলোচনা হয়েছে কী না?— জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জামায়াত এখানে বড় ইস্যু হলো কীভাবে? বড় ইস্যু এখন আমাদের কাছে ৩০ তারিখের ভোট ২৯ তারিখে যে ডাকাতি হয়ে গেলে, সেটি। জামায়াতের সঙ্গে আমরা ছিলাম, এখনো নাই। সুতরাং জামায়াত এখন আলোচ্য বিষয় হিসেবে প্রাধান্য পাচ্ছে না।’

জাতীয় সংলাপে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কী না?—এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, ‘আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াতকে জাতীয় সংলাপে আমন্ত্রণ জানানো হবে না।’

মোস্তফা মোহসীন মন্টু বলেন, ’৩০ ডিসেম্বরের নির্বাচনের বিরুদ্ধে যারা স্বোচ্চার, যারা আমাদেরকে একটা পথ খুঁজে দেবেন, বাংলাদেশের সেই সব মানুষের সঙ্গে আমরা সংলাপ করব।’

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন আ স ম আব্দুর রব, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মোহসীন মন্টুসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর

জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর