Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কলমবিরতি


১৭ জানুয়ারি ২০১৯ ২০:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

দিনাজপুর: জেলার ফুলবাড়ী উপজেলার পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহেদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে হিলিতে অর্ধদিবস কলম বিরতি পালন করেছে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) হিলি উপজেলা ভূমি অফিসের সামনে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির (দিনাজপুর) আহ্বানে তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী ঐক্য পরিষদের সমর্থনে এই কর্মবিরতি পালন করা হয়। এ সময় ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নবিউল ইসলামকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

বিজ্ঞাপন

এই কর্মবিরতি চলার সময়ে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

হিলির ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুজিবুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত সমিতি যেসব কর্মসূচি ঘোষণা  দেয় তা পালন করা হবে।

সারাবাংলা/এসবি/ এনএইচ

বিজ্ঞাপন

বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি
২০ অক্টোবর ২০২৫ ১০:৫৩

বুয়েটে বিভিন্ন পদে চাকরি
২০ অক্টোবর ২০২৫ ১০:৫০

শ্যামাপূজা ও দীপাবলি আজ
২০ অক্টোবর ২০২৫ ১০:৪৩

আরো