Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে বিএসটিআই


১৭ জানুয়ারি ২০১৯ ২১:৫৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।

তিনি বলেন,  ‘বিএসটিআইয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পওয়া গেলে তাদের ছাড় দেওয়া হবে না।’

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয় জেলা পর্যায়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

বিএসটিআই মহাপরিচালক বলেন, ‘বিএসটিআইয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বিএসটিআই একটি সেবাধর্মী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান।  এখানে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এ প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান নেই। ’

বিএসটিআইয়ের কর্মকর্তাদের দুর্নীতির সঙ্গে না জড়ানোরও নির্দেশ দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক।

সারাবাংলা/ইএইচটি/এমএনএইচ

বিএসটিআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর