Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ষোলোতে শারাপোভা, টিকিট পেলেন ফেদেরারও


১৮ জানুয়ারি ২০১৯ ১৫:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে জয় তুলে শেষ ষোলো নিশ্চিত করেছেন মারিয়া শারাপোভা। ডোপ কেলেঙ্কারির কারণে নির্বাসিত হওয়ার পর এবার নিজের জায়গায় ফিরতে লড়াই করছেন রাশিয়া এই তারকা।

শুক্রবার (১৮ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় প্রথম সেট ৬-৪ গেমে জয় তুলে নেন শারাপোভা। তবে দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হেরে যান তিনি। কিন্তু তৃতীয় সেটে ৬-৩ গেমের জয় তুলে নেন রাশিয়া এই তারকা। তাতেই শেষ ষোলো নিশ্চিত হয় তার।
শারাপোভার জয়ের দিনে শিরোপা জয়ের স্বপ্ন তৃতীয় রাউন্ডেই শেষ হলে গেল ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ওজনিয়াকির।

বিজ্ঞাপন

একই দিনে অস্ট্রেলিয়ান ওপেনের ছেলেদের এককে জয় তুলে শেষ ষোলোর টিকিট কেটেছেন সুইস তারকা রজার ফেদেরার।

শুক্রবার (১৮ জানুয়ারি) তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে ৬-২, ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর