মুক্তিযোদ্ধাদের তালিকার সময় কঠোর হওয়া প্রয়োজন: কে এম খালিদ
১৮ জানুয়ারি ২০১৯ ২০:১২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ময়মনসিংহ: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় যাতে কোনো অমুক্তিযোদ্ধা ও রাজাকার ঢুকতে না পারে, সে জন্য তালিকা যাচাই-বাছাইয়ে চূড়ান্ত কঠোর হওয়া প্রয়োজন। এ ব্যাপারে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অত্যন্ত সজাগ থাকতে হবে।’
প্রতিমন্ত্রী শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, ‘মুক্তাগাছা উপজেলার সকল বধ্যভূমি (১৭টি) সংরক্ষণের আওতায় আনা হবে। সারাদেশের ন্যায় মুক্তাগাছা উপজেলায়ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে। আমরা চাই অপরাধীরা সাজাপ্রাপ্ত হোক।’
প্রতিমন্ত্রী এ সময় মুক্তাগাছা উপজেলার ২৪জন শহীদ মুক্তিযোদ্ধার নামে ২৪টি সড়ক নামকরণের প্রস্তাব করেন।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রশাসক সুবর্ণা সরকার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ, সাবেক পৌর মেয়র আবদুল হাই আকন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবুল কাশেম, সমবায় ইনস্টিটিউট এর সাবেক পরিচালক এফ এম ইয়াহিয়া খান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন।
পরে প্রতিমন্ত্রী মুক্তাগাছা উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সারাবাংলা/একে