Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনায় ট্রলার ডুবি: মালিক ও চালকের নামে মামলা


১৯ জানুয়ারি ২০১৯ ১১:২০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবে ২০ শ্রমিক নিখোঁজের ঘটনায় তিনজনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা হয়েছে। নিখোঁজ ট্রলারের সারেং মো. হাবিব, ট্রলারের মালিক জাকির দেওয়ান ও মালবাহী জাহাজের অজ্ঞাতনামা চালককে মামলায় আসামি করা হয়। শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম বাদী হয়ে এই মামলা করেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ  এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: মেঘনায় ট্রলার ডুবি: ২০ শ্রমিক এখনো নিখোঁজ

পুলিশ জানায়, মামলার আসামি সারেং মো. হাবিব (৫৫) মাদারিপুর জেলার শিবচর থানার মৃত করিম বেপারির ছেলে। আরেক আসামি ট্রলারের মালিক জাকির দেওয়ান (৪৫) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আকবর নগর গ্রামের মন্নাম দেওয়ানের ছেলে। তারা সবাই পলাতক।

আরও পড়ুন: মেঘনায় ডোবা ট্রলারের খোঁজে নৌবাহিনী, উদ্ধার হয়নি নিখোঁজরা

গজারিয়া থানার (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘বেপরোয়াভাবে দ্রুত গতিতে নৌযান চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে প্রাণহানীর অপরাধে এই মামলা দায়ের করা হয়। মামলা নং- ২১,ধারা ২৮০/৩০৪ এর (ক)। মামলার বাদী হয়েছেন ট্রলারের বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম। আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

গত সোমবার (১৪ জানুয়ারি) রাত ৩টার দিকে মেঘনা নদীতে মাটি বোঝাই ট্রলার ডুবিতে ২০ শ্রমিক নিখোঁজ রয়েছেন। ট্রলারের ১৪ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। দুর্ঘটনার ২৯ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হয়। তবে এখনও নিখোঁজ শ্রমিকের সন্ধান মেলেনি।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

মেঘনায় নিখোঁজ নটরডেম শিক্ষার্থী প্রাপ্তির লাশ উদ্ধার

বিজ্ঞাপন

নিখোঁজ ২০ মেঘনায় ট্রলার ডুবি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর