Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উদ্যোগহীনতা হতাশাজনক: জাতিসংঘ


১৯ জানুয়ারি ২০১৯ ১৪:৩১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উদ্যোগহীনতা হতাশাজনক বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে এমন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের এক মুখপাত্র এমনটা জানান। জাতিসংঘের ওয়েবসাইটের এক প্রতিবেদনে এসব জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘রোহিঙ্গাদের দুর্দশার পাশাপাশি তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উদ্যোগহীনতা আমাকে ভীষণভাবে হতাশ করেছে। যদিও রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরির জন্য আমাদের চাপ অব্যাহত রয়েছে। তারপরও পরিস্থিতির অগ্রগতি অতি ধীর বলেই মনে হচ্ছে।’

‘রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘের খুবই গুরুত্বপূর্ণ অংশীদার। এই কঠিন পরিস্থিতিতে এত সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য আমরা বাংলাদেশের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ’, যোগ করেন জাতিসংঘের মহাসচিব।

বাংলাদেশের নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে গুতেরেসের মুখপাত্র বলেন, ‘প্রথমত আমাদের হাতে এ ধরনের তদন্তের অধিকার নেই। যদি না আমাদের তদন্তের এখতিয়ার দেওয়া হয়। এক্ষেত্রে আমরা রাজনৈতিক পরিমণ্ডলের বিভিন্ন অংশীদারদের অর্থবহ আলোচনা করার আহ্বান জানাই।’

সারাবাংলা/আরএ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর