Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের ২ দিন পর যাত্রাবাড়ী থেকে যুবক উদ্ধার


১৯ জানুয়ারি ২০১৯ ১৫:৫৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ০১:৩২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সেলিম শিকদার (৩৫) নামে অপহৃত এক যুবককে রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকা থেকে ২দিন পর উদ্ধার করেছে র‍্যাব-১০। তবে এঘটনায় জড়িত অপহরণকারীরা পালিয়ে গেছে।

অপহৃত মো. সেলিম শিকদার পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার মাধবখালী গ্রামের আমজাদ শিকদারের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানা এলাকায় বসবাস করেন। দু’দিন আগে যাত্রাবাড়ী থেকেই তিনি অপহৃত হয়েছিলেন তিনি।

শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে সারাবাংলাকে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল সমীর শিকদার নামে এক ব্যক্তি আমাদের কার্যালয়ে এসে জানান, তার বড় ভাই মো. সেলিম শিকদারকে কে বা কারা অপহরণ করেছে। এমন অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালায়। পরে রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকা থেকে অপহৃত সেলিমকে উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের জন্য সেলিমকে অপহরণ করে নিয়ে গাজীপুর ও রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় ঘুরছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমকে উদ্ধার করলেও র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেছে। তবে তাদের আটকের চেষ্টা চলছে।’

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর