পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আগুন
১৯ জানুয়ারি ২০১৯ ১৬:১৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
পটুয়াখালী : পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দুই ঘণ্টার বেশি সময় চেষ্টার পর তা নেভানো সম্ভব হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রকল্পের ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত।
বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা শাহ মনি জিকো জানান, কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপে বেলা ১১টার দিকে হঠাৎ আগুন লাগে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর কলাপাড়া ও আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ১টার দিকে আগুন নেভাতে সক্ষম হন।
বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন, ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সরঞ্জাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ল্যাপটপ, দাপ্তরিক বিভিন্ন মালামালসহ ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সারাবাংলা/এসএমএন