Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান শেখ হাসিনার


১৯ জানুয়ারি ২০১৯ ২১:৪৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবনমান উন্নত করার জন্য প্রয়োজনে বুকের রক্ত দিতেও প্রস্তুত বলে প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সেই ওয়াদাই আজকে করে যেতে চাই।  তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গড়ে তুলি, আমাদের বর্তমানকে উৎসর্গ করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ’ শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

 ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  দলের তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তারা ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনের অংশগ্রহণ করেছে। নির্বাচনটা যেন সুষ্ঠু পরিবেশে হতে পারে, সে ব্যবস্থা করেছে। ঐক্যবদ্ধ শক্তি সবসময় বিজয় অর্জন করে।  এই নির্বাচনে সেটাই প্রমাণিত হয়েছে।’

 

আরও পড়ুন: ‘বাংলার বাতিঘর আপনাকে অভিবাদন’

শেখ হাসিনা বলেন, ‘আমার জীবনকে উৎসর্গ করেছি। ব্যক্তিগত জীবনে কোনো চাওয়া-পাওয়া আমার নেই।  স্বজন হারানোর সেই বেদনা নিয়েও এই দেশকে গড়ে তুলবো। ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলব। যে বাংলাদেশে একজন মানুষও ক্ষুধার্ত থাকবে না। ’ তিনি আরও বলেন, ‘একজন মানুষও গৃহহারা থাকবে না।  প্রতিটি মানুষের চিকিৎসার ব্যবস্থা করবো। মানুষ ঘর পাবে, সুন্দরভাবে বাঁচবে। তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’

 শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা যে আদর্শ শিখিয়েছেন, মুক্তিযুদ্ধের সেই চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই দেশ সেবা করে যাচ্ছি এবং করে যাবো। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। এই দেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবোই।’

বিজ্ঞাপন

তৃণমূল পর্যায় থেকে শহর, সব অঞ্চলের মানুষের জীবনমান আরও উন্নত করার অঙ্গীকার করে সরকারের কর্মপরিকল্পনা ও পদক্ষেপগুলো তুলে ধরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দেশকে আমরা ক্ষুধামুক্ত করেছি। দারিদ্র্যের হার কমিয়েছি। সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত করবো ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে। ’

প্রধানমন্ত্রী বলেন,  ‘২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশে। ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে, উন্নত সমৃদ্ধশালী দেশ। ২০৭১ সালে বাংলাদেশ স্বাধীনতার জন্মশতবার্ষিকী পালন করবো, আমাদের নতুন প্রজন্ম। একাত্তর সালে উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে আমাদের স্বাধীনতার শতবার্ষিকী উদযাপন করবো। ডেলটা প্ল্যানের মাধ্যমে এই বাংলাদেশ স্থায়ীভাবে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে উঠবে। সেভাবে সুদীর্ঘ পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ’

সরকার প্রধান বলেন, ‘‘বিদায়ের আগে সুকান্তের সেই ঐতিহাসিক দুইটি কথা বলে যেতে চাই, যা নির্বাচনের আগেও বলেছিলাম, আর এখনো সেই কথাই বলে যাবো। ‘তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল/ এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাবো আমি/ নবজাতকের কাছে-এ আমার দৃঢ় অঙ্গীকার।’ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। তারা যে আস্থা বিশ্বাস রেখেছে, আমার প্রতিজ্ঞা। সে বিশ্বাস-আস্থার মযার্দা আমি দেবো। ’

সারাবাংলা/এনআর/এমএনএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর